নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বিকল্প নেই। আট বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ফেনীর পরিবেশ, পরিস্থিতি, শিক্ষাঙ্গন ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তার প্রমাণ মেলে আগের চিত্র ও বর্তমান চিত্র দেখে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে ফেনীর মানুষের ভাগ্যে উন্নয়নে নিজাম উদ্দিন হাজারী এমপির বিকল্প নেই।
জাতীয় শোক দিবস উপলক্ষে গত কয়েকদিন ধরে ফেনী ও সোনাগাজীতে পাঁচ দিনের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি ফেনী-৩ আসনে (সোনাগাজী ও দাগনভূঞা) নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই। আর যদি নাও দেন আমি নৌকার লোক। নৌকার প্রতীককে বিজয়ী করতে আমি আমৃত্যু কাজ করতে চাই।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ‘রোকেয়া প্রাচীর’ উদ্যোগে সামাজিক সংগঠন ‘স্বপ্ন সাজাই’ এর পৃষ্ঠপোষকতায় সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর তত্ত্বাবধানে জাতীয় শোক দিবসে পাঁচ দিনের কর্মসূচি পালন করছেন।
এ কর্মসূচির চতুর্থ দিন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুকে জানাতে’ এবং ‘মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এতে অংশ নেয় পুবালি সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর কলাকুশলী ও শিল্পীবৃন্দ। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজ উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।
তৃতীয় দিন সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর কর্ম ও রাজনৈতিক জীবন নিয়ে ভিডিও চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এতে অংশ নেয় পঞ্চবটী সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর কলাকুশলী ও শিল্পীবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সমর দেবনাথ।
এসব কর্মসুচি পালন উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির অাহমদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, বগাদানা ইউপি চেয়ারম্যান মো. ইসহাক খোকন, পুবালী সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর সমন্বয়ক সমরজিৎ দাস টুটুল, নাট্যচার্য সেলিম আল দীন পরিবারের সদস্য রাজীব সরোয়ার, চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের, ইউপি সদস্য আজিম উদ্দিন, ছাত্রলীগ নেতা ওমর ফারুক রাশু প্রমুখ।
এর আগে ১৪ আগস্ট সন্ধ্যায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত এক তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানের মধ্যে দিয়ে অভিনেত্রী রোকেয়া প্রাচীর পাঁচ দিনের কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) এস এম জাহাঙ্গীর আলম সরকার।