সোনাগাজী প্রতিনিধি >>> ফেনীর সোনাগাজী উপজেলাস্থ মুহুরী প্রজেক্টের বালু মহাল গুটিয়ে দিয়েছে জেলা প্রশাসন।
বালু মহালের স্বত্বাধিকারী বেলায়েত হোসেন এর ভাই শেখ ফরিদ জানান, বৈধভাবে লিজ নিয়ে বালু উত্তোলন করছি। বালু উত্তোলনের কারনে নদীর নাব্যতা রক্ষা হচ্ছে।
জেলা প্রশাসক মনোজ কুমার রায় বাংলার দর্পন ডটকম কে জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার স্নেহাশীষ দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ বালু মহালটি গুটিয়ে দেয়া হয়।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ বাংলার দর্পন ডটকম কে জানাণ, অামার ভাতিজা বেলায়েত হোসেন তার নিজ নামীয় “বেলাল এন্টারপ্রাইজ” এর নামে ওই বালু মহাল লিজ নেয়। বৈধভাবে সে বালু উত্তোলন করে অাসছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট র্যাব এর পাহারায় বালু মহাল গুটিয়ে দিয়েছে।