ফেনী প্রতিনিধি :
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি পরশুরামের বিলোনিয়া স্থল বন্ধরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন আগামী ২০ এপ্রিল শুক্রবার।
ওই দিন মন্ত্রী দুপুরে ফেনী-১(পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসনের সংসদ সদস শিরিন আখতারের বাড়ীতে মধ্যাহ্ন ভোজে অংশ নিবেন। দুপুর আড়াইটার দিকে বিলোনিয়া স্থল বন্ধরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে বিকেল তিনটার দিকে পরশুরাম উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
জানা গেছে সীমান্ত এলাকা জিরো পয়েন্টে মন্ত্রীর আগমনের প্রস্তুতির অংশ হিসাবে ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
একটি সুত্র থেকে জানা গেছে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বিলোনিয়া স্থল বন্দরের ৩২ কোটি টাকার অবকাঠামো উন্নয়নের প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে।
এর আগে শাহজাহান খান ২০০৯ সালের ৪ অক্টোবর বিলোনিয়া শুল্ক ষ্টেশানকে বিলোনিয়া স্থল বন্ধর হিসাবে উদ্বোধন করেন। বিলোনিয়া স্থল বন্দর পুনাঙ্গ বন্দর হিসাবে চালুর কথা থাকলেও দীর্ঘ ৯ বছরে তার পুর্নতা পায়নি।
এর আগে ২০১৬ সালের ৬ মে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান পরশুরামের চিথলিয়া ধনিকুন্ডায় ্একটি কিন্ডার গার্টেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন।
মন্ত্রীর একান্ত সচিব এম এমতারিকুল ইসলাম জানান মন্ত্রী ১৯ থেকে ২১ এপ্রিল ফেনী, কুমিল্লা, বাক্ষ্রন বাড়ীয়, খাগড়াছড়ি জেলা সফর করবেন এবং বন্দরের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিবেন।