ফেনী প্রতিনিধি >>> সোনাগাজীর ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে স্বপ্ন সাজাই অায়োজিত সমাবেশ ও বঙ্গবন্ধুর কর্ম, রাজনৈতিক জীবন নিয়ে ভিডিও- চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা অা’লীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী। তিনি বলেন, দেশকে জানতে হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে জানতে হবে।
কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুকে জানাতে কাজ করছে স্বপ্ন সাজাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির অাহমদ, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, মজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি অানোয়ার খায়ের, উপজেলা ছাত্রলীগ নেতা ওমর ফারুক রাশু প্রমুখ।
শনিবার দুপুরে অনুৃষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও সঞ্চালনা করেন সম্মীলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সমর দেব নাথ।