তেজগাঁও কলেজ প্রতিবেদকঃ
তেজগাঁও কলেজ ছাত্রলীগ এর তিন বারের নির্বাচিত সাবেক সভাপতি,বর্তমান ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারন সম্পাদক,ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর তেজগাঁও কলেজ ছাত্রলীগের অভিভাবক ফরিদুর রহমান খান ইরান নির্দেশে প্রতি বছরের মত তেজগাঁও কলেজ ছাত্রলীগের সভাপতি,কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় জেলা পরিষদ আশেসিয়েশনের যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান জামান,তেজগাঁও কলেজ কলেজ ছাত্রলীগের বিপ্লবী সাধারন সম্পাদক ও সবেক সহ-সম্পাদক মিথুন ঢালী,ও সাবেক ভারপ্রাপ্ত সাবেক সাধারন সম্পাদক তানভীর হোসেন এর নেতৃত্ব তেজগাঁও কলেজে ইন্টার প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীর মাঝে কলম বিতরন অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্য দেওয়ার সময় এই নির্দেশ দেন।
তিনি আরো তুলে ধরেন ছাত্রলীগের রক্তেমাখা ইতিহাস তুলে ধরেন আরও বলেন বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনের প্রতি ভালবাসে,তার আর্দশে লালন করে,দেশরত্নর নেতৃত্বের প্রতি আস্থা রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে বঙ্গবন্ধুর দেখে যাওয়া সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে ছাত্রলীগের রাজনীতিতে আহবান জানান।সেই সাথে সুস্থ, শিক্ষিত, ক্ষুদা দরিদ্র মুক্ত,স্বনির্ভর বাংলাদেশ এর যাএা অব্যাহত রাখার লক্ষে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে যে যার অবস্থান থেকে কাজ করে বিদ্যানন্দনী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনে বালট বিপ্লবের মাধ্যমে নির্বাচিত করার আহবান জানান।এ বিষয়ে ফরিদুর রহমানের খানের কাছে জানতে চাইলে বলেন, বিএনপি জামাতের মদদে,ছাত্ররাজনীতিকে অস্ত্রের ঝনঝনানিতে কুলশিত করার লক্ষে অস্ত্রের কাছে জিম্নি করতে ব্যাস্ত তখন বিদ্যানন্দনী মাতা আমাদের হাতে কলম তুলে দেন এবং এর বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেন।তারি ধারাবাহীকতায় প্রতি বছর ছাত্রদের হাতে কলম তুলে দেওয়া হয়।
কামরুজ্জামান জামান বাংলার দর্পনকে বলেন, মুজিব আর্দশেকে লালন করার উদেশ্য ছুটে এলাম রাজধানীর তেজগাঁও কলেজে,কলম হাতে পরম মমতা দিয়ে বুকে টেনে নিলেন মুজিব আর্দশের এক জলন্ত বীর ফরিদুর রহমান খান ইরান ভাইয়ের,বট বৃক্ষের মত ছায়া দিয়ে যাচ্ছেন।তার নির্দেশে এই অনুষ্টান।
কলম হাতে পেয়ে জয় বাংলাতে মুখরিত কাম্পাস এ যেন এক যুদ্ধের ময়দানে হাজার যোদ্ধার কন্ঠে আর্দশিক কন্ঠে বেজে ওঠা শান্তির বাণী।