দাগনভুঞা-সোনাগাজী সংসদীয় আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী আলহাজ্ব সোলেমান ভূঁইয়া  

ফেনী প্রতিনিধি >>>

সোনাগাজী-দাগনভূঞা সংসদীয় আসন ফেনী-৩ এর রাজনীতিতে  বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী  আমেরিকান প্রবাসী ও বিশিষ্টি ব্যবসায়ী আলহাজ্ব সোলেমান ভূঁইয়া। সাবেক সাংসদ আলহাজ্ব মোশারফ হোসেন এমপির পরলোকগমনের পর সৃষ্ট শূন্যস্থান পূরণ করার লক্ষে সোনাগাজীর মাটিতে সোলাইমান ভূঁইয়ার আর্বিভাব। তিনি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও সোনাগাজী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি।,  স্থানীয় বিএনপি নেতাদের সাথে একাদিক বৈঠক করে দলে সৃষ্ট দ্বন্ধ নিরসনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন । তারই ধারাবাহকিতায় এরই মধ্যে তিনি নেতা-র্কমী, সর্মথক ও জনসাধারনের এমনকি কেন্দ্রীয় বিএনপির আস্থা র্অজন করতে সার্মথ হয়েছেন বলে  জানা যায় ।  তিনি বিভিন্ন জনকল্যানমূলক কাজ করে  বিভিন্নভাবে জনগণরে কাছে পৌঁছার চেষ্টা করছেন। ১৯৮৮ সালে এলাকায় তিনি “সোলেমান ভূইয়া ফাউন্ডেশন” প্রতিষ্ঠা করনে। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি গরিব, দুস্থ্য, অসহায় মানুষদের বিভিন্ন কাজে সহযোগীতা করে আসছেন। সোলেমান ভূঁইয়ার সরব উপস্থিতি এলাকার তৃনমূল নেতার্কমীদের চাঙ্গা করে তুলছে বলে তার অনুসারী ও এলাকাবাসীর অভিমত। তৃণমূল নেতার্কমীরা বলনে , আলহাজ্ব সোলেমান ভূঁইয়ার আগমনে স্থানীয় নেতাদের দ্বন্ধের অবসান হচ্ছে, সোনাগাজী উপজলো বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা র্কমীরা আবার ও একই গ্রুপে সোচ্ছার হচ্ছে বলে জানা গেছে। রাজনৈতিক নেতার  উপস্থিতিতে দলীয় কোন র্কমসূচিতে যোগ দিতে গিয়ে নেতার্কমীরা যে নানা অঙ্ক কষতে হয় তা অনেকটা লাঘব হবে বলে মনে করছেন অনেকেই। র্দীঘদিন ধরে চলে আসা এই শূন্যস্থান পূরণে দ্বন্ধের অবসান ও বিএনপি সোনাগাজী উপজেলার অঙ্গ সংগঠনের নেতার্কমীরা আবার প্রান ফিরে পাচ্ছে। ছোটকাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকা এই প্রবাসী এলাকার ভিবিন্ন রকম উন্নয়নে অংশগ্রহন করলেও সাবেক সাংসদ মোশারফ হোসেন’র প্রতি প্রগাঢ় অনুগত্য থাকার কারনে তিনি দায়িত্বে আসনেনি। সোলেমান ভূঁইয়া জানান, আজ প্রিয় নেতার বিয়োগ ব্যাথায় ব্যাথতি হয়ে নেতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য তিনি সক্রিয় রাজনীতিতে এসেছেন। তিনি আরো বলেন, আমি ম্যাডামকে বলেছি আমার থেকে ভালো বা যোগ্য ব্যক্তি থাকলে উনাকে দলীয় মনোনয়ন দিতে পারেন, তাতে আমার কোন অভিমান থাকবেনা।  আমি দলের হয়ে উনার পক্ষে সর্বোচ্চ কাজ করে যাবো। নেত্রী যদি আমাকে ভালো মনে করে আশির্বাদ দেন তবেই আমি সোনাগাজীবাসীর খেদমতে আসতে চাই। গত রমজানের ঈদে তিনি উপজেলার ভিবিন্ন এলাকা এবং নেতা কর্মিদের খোঁজ খবর নেন। এসময় তার সাথে উপজেলার বিভিন্ন স্তরের নেতার্কমীরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে সোলেমান ভূঁইয়া বলনে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া’র  প্রতিক ধানের শীষের বিজয় এবং বিএনপির নেতা-র্কমীরা সুখে থাকলেই আমি সুিখ। বেগম জিয়া সরকার গঠন করলে দেশবাসী সুখে থাকবে। তাই সোনাগাজী ও দাগনভূইয়াবাসী  তথা বাংলাদেশের সকল জনগনের কাছে আমার আবেদন বেগম জিয়ার ভিশন-২০৩০ বাস্তবায়নের জন্য সবাই এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করুন। “দেশ বাঁচান, মানুষ বাঁচান”এই স্লোগানে অংশগ্রহন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *