কাগতিয়া দরবার যুব সমাজকে ইসলামী মূল্যবাধের দিকে ধাবিত করছে

 

 

মুহাম্মদ আলাউদ্দিন : গাউছুল আজম (রাঃ) প্রতিষ্ঠিত কাগতিয়া দরবার যুব সমাজকে ইসলামী সংস্কৃ¯তি,সৎ জীবনযাপন ও মূল্যবােধের দিকে ধাবিত করছে। আধ্যাত্মিক চেতনা বিকাশের মাধ্যমে দেশ ও জাতিকে সচরিত্রবান আদর্শ যুব সমাজ উপহার দেয়া এ দরবারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।

গত ২৮ জুলাই শুক্রবার চট্টগ্রামের বালুচড়া বাজার চত্ত্বরে এশায়াত মাহফিল হাজারাে নবীপ্রমিক মুসলমানের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাের্শেদ আজম আওলাদ রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়েখ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী একথা বলেন।

তিনি আরও বলেন, যুব সমাজের মাঝে ইসলামের আদর্শ ও নৈতিকতার বিকাশ ঘটাতে হবে।

মাহফিল শহরের অনেক গন্যমান্য ব্যক্তি, আলেম, শিক্ষাবিদ, ব্যবসায়ী, ছাত্র ছাড়াও সর্বস্তরের নবীপ্রেমিক হাজার হাজার মুসলমান উপস্থিত ছিলেন। মাগরিবের আগেই মাহফিলের কানায় কানায় পূর্ণ হয় যায়। মিলাদ ও কিয়াম শেষ প্রধান অতিথি দশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং গাউছুল আজম (রাঃ)’র ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *