পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলাম-এর পবিত্র মক্কাগমণ

প্রতিবেদক:- মোঃ কামরুল হাসান:
নোয়াখালী সুবর্ণচরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক জনাব কাজী নজরুল ইসলাম পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে আসছে আগষ্ট মাসেই আনুষ্ঠানিকভাবে বে-সরকারি পর্যায়ে পবিত্র মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন।  প্রতিবারের বারের ন্যায় এবারেও আনুষ্ঠানিক ভাবে হজ্ব যাত্রীদের সম্মিলিত অংশগ্রহনের মাধ্যমে পবিত্র হজ্ব কাফেলা শুরু হবে। সআল্লাহর নৈকট্য লাভ ও আত্মশুদ্ধির প্রত্যয়ে পূর্নতার প্রকাশ পাক এবারের হজ্ব যাত্রায়। হজ্ব হচ্ছে মুসলিম উম্মাহদের দৃঢ় সংকল্প। এই সংকল্পকে বাস্তবে প্রকাশ করতে সামর্থরও দরকার আছে। তাইতো (সুরা আল-ইমরান, আয়াত-৩) এ আল্লাহ পাক বলে দিয়েছেন, “মানুষের যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ঐ গৃহে হজ্ব করা তার অবশ্যই কর্তব্য”। তাই প্রত্যেক মুসলমানই চায় হজ্ব পালন করতে। একমাত্র হজ্ব কবুলের মাধ্যমেই মুছে যায় পেছনের সব গ্লানী-পাপ। খুলে দেয়া হয় সামনের শুভ্র দুয়ার। পূর্নতার প্রতিচ্ছবি হয় যেন সব শূন্যতা। এবারের হজ্ব যাত্রী কাজী নজরুল ইসলাম মহোদয়ের সাথে একান্ত আলাপে তিনি বলেন, হজ্ব হচ্ছে ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম। ইসলামি পরিভাষায় নির্দিষ্ট দিন সমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্ট স্থানে বিশেষ কার্যাদি সম্পাদন করাকে হজ্ব বলে। তিনি  সকলের কাছে দোয়া চেয়েরছন 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *