সোনাগাজীতে গৃহবধু হত্যা মামলার প্রধান অাসামী সহ ৫জনকে জেলহাজতে প্রেরণ

 

 

সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার দরবেশ ইউনিয়নের চর সাহাভীকারী গ্রামে গত ২৪ জুলাই সোমবার বিকালে গৃহবধু খায়রুন নাহার পিংকি (২২) কে শ্বাসরোধে হত্যা করে স্বামী ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় পরদিন পিংকির ভাই বেলায়েত হোসেন বাদী হয়ে স্বামী মাইন উদ্দিনকে প্রধান অাসামী করে ৭ জনের নামে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দেয়। জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার প্রধান অাসামী মাইন উদ্দিন,  তার ভাই জসিম উদ্দিন,  মা ওহিদের নেছা,  জসিমের স্ত্রী কাজল অাক্তার,  বড় ভাই জয়নালের স্ত্রী লাকী অাক্তারকে গ্রেফতার করে পুলিশ।

বৃহষ্পতিবার ফেনীর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অাদালতের মাধ্যমে ধৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাজুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য অাদালতে  ধৃতদের রিমান্ড অাবেদন করা হয়েছে।

উল্লেখ্য, সোনাগাজী পৌরসভাস্থ তুলাতুলি গ্রামের কামাল বেপারি বাড়ীর নুর নবীর মেয়ের সাথে পারিবারিক ভাবে চর সাহাভীকারী গ্রামের টেন্ডল বাড়ীর অাবদুল শুক্কুরের ছেলে মাইন উদ্দিনের বিয়ে হয়।

পিংকির ভাই বেলায়েত জানান, বিয়ের পর থেকে বিভিন্ন কৌশলে যৌতুক দাবী করে, একাধিক বার দাবী অনুযায়ী যৌতুক দিয়েছিল পিংকির পরিবার।  সর্বশেষ বিদেশ যাওয়ার বায়না ধরে যৌতুক দাবী করে স্বামী মাইন উদ্দিন। দাবীকৃত যৌতৃক না পেয়ে নানান ভাবে মাইন উদ্দিন ও তার পরিবারের লোকজন পিংকির ওপর নির্যাতন চালায়। গত ২৪ জুলাই বিকালে শ্বাসরোধ হত্যা করে। ময়নাতদন্ত ও পুলিশ প্রতিবেদনে তা প্রমানিত হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *