এই মহাবিশ্বের বিশালতায় অতি ক্ষুদ্র পরমানুর ন্যায় একা দাডিয়ে আমি…..
গন্তব্য আমার বহুদূর পাডি দেয়ার দায়িত্ত্ব আমার একারই…
সঙ্গী শুধু আমার নিজস্ব অবয়ব!!!
এই পৃথিবীর অন্ধকার সমূহ আমাকে দিগবিদীক করে তুলছে,,
বহুদূর পাডি দেবার নেশায় যখন কোন পরিশ্রান্ত নভোচারীর ন্যায় ক্লান্ত হয়ে দাডিয়ে…
দেখতে পাই আমার মহাবিশ্বে সব আলোর মাঝখানে আমার অবয়ব নিরাশ হয়ে উঠেছে!!!
আমার কাছে নেই শক্তি, নেই ইউরিনিয়ামের মত তেজস্ক্রিয় আলো,
তারপরও অবয়ব আমায় ঢেকে বলছে এই পৃথীবির বিশালতার মাজে,,
একটুখানি আলোর প্রদীপ জালো!!!