সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজীতে অসহায় ও দুস্থ্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন দোহাস্থ ব্যাবসায়ী ও সোনাগাজী শাহজাহান কমপ্লেক্সের মালিক মো. শাহজাহান।
তিনি জানান, শুক্রবার সকালে নিজ বাড়ীতে বিতরন শুরু হয়। উপজেলা প্রত্যন্ত অঞ্চলের প্রায় সহস্রাধিক নারী পুরুষের মাঝে ঈদের পোশাক বিতরন করা হয়।
তিনি অারো জানান, সুদুর কাতার থেকে এসে স্থানীয় গরীব দুঃখিদের সাথে ঈদের অানন্দ ভাগাভাগি করতে পারায় মহান অাল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি।