‘আগামী অর্থবছরে ৩৩ হাজার ৮৪৯ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হবে’

 

ঢাকা : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ২০১৭-১৮ অর্থবছরে দেশের ৬৪ জেলার ৭৮টি এলাকায় ৩৩ হাজার ৮৪৯ কিলোমিটার নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সরকারি দলের সদস্য আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রাকৃতিক গ্যাসের বার্ষিক চাহিদা ১৩ লাখ ১৪ হাজার এমএমসিএফ। উৎপাদন ক্ষমতা ১০ লাখ ৩ হাজার ৭৫০ এমএমসিএফ।

তিনি বলেন, বর্তমানে প্রতি হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাসের উৎপাদন খরচ ২৫৬ দশমিক ৪০ টাকা। প্রতি হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাসের বিক্রয় মূল্য ২১৬ দশমিক ৩৪ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *