নোয়াখালী সুবর্নচরে দির্ঘ ৪৫ বছরেও উন্নয়ন হয়নি একটি সড়ক, দূর্ভোগ চরমে

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী সুবর্নচরে দির্ঘ পয়তাল্লিশ বছরেও উন্নয়ন হয়নি একটি সড়ক, ফলে প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার শিার্থী সহ গ্রামবাসীদের,  ১৯৭২ সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে আবব্দুল মালেক উকিল সুবর্নচরে বন্যা মোকাবেলায় বেশ কয়েকটি বেঁড়ি বাঁধ নির্মাণ করেন তার মধ্যে একটি হলো সুবর্নচর উপজেলার প্রান কেন্দ্র হারিছ চৌধুরী, তনুর দোকান   হয়ে তোতার বাজার পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার বেঁড়ি বাঁধ সড়ক,  যা এখন বাহার উদ্দিন খেলন সড়ক নামে পরিচিতি,  দির্ঘ সময়ের ব্যবধানে সকড়টির দু পাশে গড়ে উড়েছে হাজার হাজার পরিবারের বসতি, এই সড়কে রয়েছে আব্দুল মালেক উকিল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৭টি মসজিদ,  ৪টি মাদ্রাসা সহ ৩টি বাজার, পর্যটক কেন্দ্র সুবর্নচর ইকো রিসোর্ট এণ্ড টুরিজম শত শত দর্শনার্থী এখানে বেড়াতে আসেন, এলাকাবাসী বলেন দির্ঘ পয়তাল্লিশ বছর পেরিয়ে গেলেও আজো অবধী সড়কটির উন্নয়ন কাজ না হওয়ায় সড়কটি এখন চলাচলার অযোগ্য, সড়কে বড় বড় গর্ত ও দুপাশে ভেঙ্গে যাওয়ায় স্কুল,  কলেজ ও  কোমলমতি শিার্থী সহ পথচারীদের দূর্ভোগ চরমে, সড়কটি উন্নয়নের তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন।

এব্যাপারে সুবর্নচর উপজেলা এজিডি কর্মকর্তা শহীদুল হুদার সাথে আলাপ কালে তিনি জানান, বর্তমানে কোন বাজেট নেই পরবর্তীতে তিনি এটি দেখবেন। দির্ঘ ৪৫ বছরেও সকটির কোন উন্নয়ন না হওয়ায় একালাবাসীর মধ্যে চরম ােভের সৃষ্টি হয়েছে,  ব্যাহত হচ্ছে রবিশস্যর আমদানী রপ্তানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *