ফেনী প্রতিনিধি ||
ফেনী জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা আগামী ১০জুন শনিবার অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি থাকবেন, যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম।
শহরের ডিএম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিতব্য সভা শেষে ওইদিন ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিকালে জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বি.কম’র সভাপতিত্বে পৌরসভাস্থ দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের এক যৌথ সভায় এ সিদ্বান্ত গৃহিত হয়।