গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বহাল

 

বাংলার দর্পন ডটকম :

দ্বিতীয় দফায় গ্যাসের দাম বৃদ্ধি সিদ্ধান্তের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগ স্থগিত করেছেন। এর ফলে গ্যাসের বাড়োনোর সিদ্ধান্ত বহাল থাকলো।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের ফলে ১ জুন থেকে দ্বিতীয় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।এর আগে গত ২৮ ফেব্রুয়ারি এনার্জি রেগুলেটরি কমিশনের দুই ধাপে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের দ্বিতীয় ধাপের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেনে হাইকোর্ট। একইসঙ্গে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশনের গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।

ওই রায়ের ফলে দ্বিতীয় ধাপে ১ জুন থেকে এক চুলায় ৯০০ এবং দুই চুলায় ৯৫০ টাকা মূল্য নির্ধারণ করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *