মোঃ কাপ্তান হোসেন ট্রাস্টের অর্থায়নে ও গ্রীন ক্রিসেন্ট সোসাইটির তত্বাবধানে আর্থিক অনুদান

 

সিলেট প্রতিনিধি : বাংলাদেশ গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি’র সার্বিক সহযোগিতায় ও মোঃ কাপ্তান হোসেন কল্যাণ ট্রাস্টের অর্থায়নে গরীব, অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর লক্ষ্যে আলমপুরস্থ স্কলার্স কেয়ার একাডেমিতে শনিবার বেলা ২টায় ইঞ্জিনিয়ার আকবর হোসেন ডালিমের সঞ্চালনায় ও মুসলেম আহমদ মুমিনের কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জনাব মোঃ বাহাউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ডাকের সিনিয়র সাংবাদিক এডভোকেট তাজ উদ্দিন, সাবেক ইউ/পি সদস্য হাজী আবদুস শহীদ, সমাজসেবী শামীম আহমদ,  রসমেলা ফুড প্রোডাক্টসের অর্থ পরিচালক শাহ মোঃ ছদরুজ্জামান, সমাজসেবী নজির আহমদ, রসমেলা ফুড প্রোডাক্টসের পরিচালক নোমানুল হক জুনেদ, তরুণ সমাজকর্মী শাহ মোঃ মুরাদ আহমদ, মাহমুদ হোসেন জাবির, জুবের আহমদ, মাছুম আহমদ, মাহবুবুর রহমান, তামিম উদ্দিন, আশরাফ রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন গ্রীণ ক্রিসেন্ট সোসাইটির প্রকল্প পরিচালক, বিশিস্ট সমাজসেবী শাহ মোঃ বদরুজ্জামান বদরুল, সভাপতিত্ব করেন বিশিস্ট সাংবাদিক সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমাদের দেশের লোক বিদেশে গিয়ে কত কস্টের মাধ্যমে অর্থ উর্পাজন করে থাকেন শুধুমাত্র পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য। প্রবাসীরা তাদের প্রয়োজন মিটানোর পাশাপাশি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করেন ভাবেন। শুধু পরিবার পরিজনকে ভাল রাখলে হবে না, নিজ প্রতিবেশী ও সমাজকে ভাল রাখতে হবে তবেই সমাজের প্রকৃত উন্নতি হবে। তারা তাদের বিবেকের তাড়নায় প্রবাসে থেকে কত সুন্দর চিন্তা ভাবনা করছেন, কিন্তু আমরা কি করছি তাই আসুন আমরা যারা দেশে আছি সবাই সম্মিলিতভাবে মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে কাজ করে সমাজ থেকে দারিদ্রতা দুরকরণে ভুমিকা রাখি, সুবিধা বঞ্চিতদের মুখে হাসি ফোটাই। আমরা প্রবাসীদের হাতকে শক্তিশালী করি, তাদের কস্টার্জিত অর্থেগুলো সঠিক পথে ব্যয়ের মাধ্যমে সমাজটাকে পাল্টে দেই। তিনি সকল প্রবাসীসহ মোঃ কাপ্তান হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বলেন তাদের অবদান কেউ মনে রাখুক আর না রাখুন মহান আল্লাহ তাদের এহেন মহতী কাজের মুল্য অবশ্যই দেবেন।গ্রীন ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে মোঃ কাপ্তান হোসেন ইসলামী কল্যান ট্রাস্টের চেয়ারম্যান মোঃ কাপ্তান হোসেন কে ক্রেস্ট প্রদান করা হয়,ক্রেস্টটি গ্রহন করেন প্রধান অথিতি সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের পরিচালক মোঃ বাহা উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *