ফেনী প্রতিনিধি: ফেনীতে শিবির ক্যাডার সালাউদ্দিন কে শনিবার রাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, ধৃতের বিরুদ্ধে হত্যা,অগ্নিসংযোগ,নাশকতাসহ ৬টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। শিবির ক্যাডার সালাহউদ্দিন, সোনাগাজী উপজেলার সফরপুর গ্রামের মৌলভী এয়ার আহাম্মদ এর ছেলে।
গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ নাসির উদ্দিন জানান, তাকে সোনাগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।