ফেনী চেম্বার নির্বাচনেও “ফেনী ষ্টাইল” বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে প্রার্থীরা

ফেনী প্রতিনিধি :

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। মঙ্গলবার রাতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নুরুল আমিন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সাধারণ সদস্য পদে ১০ জন, সহযোগী সদস্য পদে ১৩ জন ও গ্রুপ সদস্য পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে সাধারণ সদস্য পদে এককভাবে মনোনয়নপত্র দাখিল করেন একেএম শাহিদ রেজা শিমুল, আয়নুল কবির শামীম, সাইফুর রহমান সাইফু, এম মামুনুর রশিদ মিলন, মো. রাশেদুল হক হাজারী, আবদুর রইছ, মো. ফরিদ উদ্দিন আহমেদ পাঠান, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, মো. নাছির উদ্দিন খান। সহযোগী সদস্য পদে একক মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- গোলাম মাওলা, আবদুল গোফরান বাচ্চু, আবুল কাশেম, মো. গোলাম ফারুক বাচ্চু, খোন্দকার নজরুল ইসলাম, জালাল উদ্দিন বাবলু, সহিদ উল্লাহ হাজারী, ইফতেখার উদ্দিন খান, বজলুল করিম মজুমদার হারুন, মজিবুর রহমান সোহেল, মো. আবদুল মোতালেব হুমায়ুন, মনসুর আলম, সিরাজুল ইসলাম পাটোয়ারী ও গ্রুপ সদস্য পদে গিয়াস উদ্দিন আহাম্মদ বুলবুল।

ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সবকটি পদে একক প্রার্থী হওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হওয়ার পথে। ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নুরুল আমিন খান সবকটি পদে একক প্রার্থী হওয়ার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *