আবদুল্লাহ রিয়েল নিজস্ব প্রতিবেদক-
নারায়ণগঞ্জের চাষাড়ায় ছাত্রলীগের একটি মিছিল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে রবীন্দ্র জয়ন্তী উৎসবের অনুষ্ঠানের জন্য আনা চেয়ার ও সাউন্ড বক্স ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির কুশপুত্তলিকা দাহ করেছে। এই হামলার ঘটনার সময় পুলিশ সদস্যদের চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ছাত্রলীগ নেতারা।