নিজাম হাজারীকে পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের স্বারক লিপি প্রদান

 

ফেনী প্রতিনিধি।

শ্রম অনুপাতে মর্যাদা চাই রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা প্রদান এর বিকল্প নাই’ এ শ্লোাগানে সরকারি কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশনের দাবিতে এক দফা দাবী বাস্তবায়ন করতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় ফেনী পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে ০৯ মে মঙ্গলবার ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে স্বারক লিপি প্রদান করা হয়।

 

এ সময় ফেনী পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি আবুল হোসেনের, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রুপক হাজারী, চট্রগ্রাম বিভাগীয় এসোসিয়েশনের সহ-সভাপতি লোকমান হোসেন ভূঞা, জেলার সভাপতি আজিজুল হক, সেক্রেটারী শরাফত উল্যাহ চৌধুরী, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, আইন সম্পাদক সফির আহমদ, নির্বাহী সদস্য বিপ্লব কুমার নাথ, সৈয়দ নজমুদ্দিন, কৃষ্ণময় বণিকসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *