মাধুরী দীক্ষিতের দেহরক্ষীর চরিত্রে মোশাররফ করিম
বাংলার দর্পন ডেস্কঃ প্রকাশ- ১ ডিসেম্বর ২০১৬।
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের দেহরক্ষী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেতা মোশাররফ করিম পরিচালিত ‘সিতারা’ সিনেমায় ঘটবে এই ঘটনা। এই ছবিতে রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করছেন কলকাতার কৌশিক সেন।
সাহিত্যিক আবুল বাশারের গল্প থেকে নির্মিত সিনেমার নাম ‘সিতারা’। ছবিটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক আশিস কুমার রায়। বাংলাদেশের সীমান্তে চোরাচালান নিয়ে সিতারা সিনেমার কাহিনী। আগামী জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এলাকার তিস্তার পাড়ে সীমান্ত এলাকায় সিতারা ছবিটির শ্যুটিং শুরু হবে।
ছবিটির নাম ভূমিকায় অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। সিনেমার স্ক্রিপ্ট পড়ে মাধুরী দীক্ষিতের এতই ভালো লেগেছে যে, তিনি চুক্তিবদ্ধ হয়ে গেছেন।
Related News

সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির’ উদ্যোগে মাতৃভাষা দিবস উদযাপন | বাংলারদর্পণ
গোলাম ফারুক >> যুক্তরাজ্যে ‘সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি’ উদ্যোগে ভ্যার্চুয়াল অনুষ্ঠান ‘মহান ২১ শে ফেব্রুয়ারি’(২০২১)Read More