নিজস্ব প্রতিবেদক : গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ফেনী জেলার সোনাগাজী উপজেলাস্থ বগাদানা ইউনিয়নের ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক রিপন হত্যা মামলার অন্যতম আসামী মোজাম্মেল হোসেন কে গ্রেফতার করেছে চট্রগ্রামের পাঁচলাইশ থানার পুলিশ।
চট্টগ্রামের একটা বাড়ি তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী মড়েল থানার ওসি হুমায়ুন কবির।
গত ২৫ মার্চ রাতে দলীয় কোন্দলে ছাত্রলীগ নেতা রিপন কে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। তার মায়ের দায়ের করা মামলায় মোজাম্মেল এজহারভুক্ত আসামী।
জানা যায়- ধৃত মেজাম্মেল উপজেলার বগাদানা ইউপির ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক। এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে সে জড়িত থাকার খবর পাওয়া গেছে। রিপন হত্যার পর থেকে সে পলাতক রয়েছে।