নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূরু মিয়া (৪২) নামে একজনের বিরুদ্ধে মা রিজিয়া খাতুনকে (৬৭) কুপিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কদমতলী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফতউল্লাহ সংবাদ প্রতিদিন বিডিকে এ তথ্য জানিয়েছেন।
নিহত রিজিয়া বেগম কদমতলী পশ্চিমপাড়া এলাকার মৃত মনসুর আলী মাতব্বরের স্ত্রী।
ওসি সরাফতউল্লাহ জানান, নূরু মিয়া মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগী। আজ (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টার দিকে নূরু ধারালো বটি ও ছুরি দিয়ে তার মা রিজিয়া বেগমকে এলোপাথাড়ি কোপাতেশুরু করে। এতে ঘটনাস্থলেই রিজিয়া বেগম মারা যান। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।