ভেতরে স্যামসাং, উপরে ওয়ালটন: ফেনীতে চার প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা অর্থদন্ড

 

ফেনী প্রতিনিধি :

ওয়ালটন, স্যামসাং, এলজির মোড়কে নকল ও মানহীন ভোল্টেজ স্টাবিলাইজার, টেলিভিশন এর রমরমা ব্যবসা ফেনীর ইলেকট্রনিক্স দোকানগুলোতে। জিজ্ঞেস করলে দোকানিরা অকপটে স্বীকার করছেন এগুলো কোম্পানির পণ্য নয়। অথচ ভেতরে দেওয়া হচ্ছে ওয়ারেন্টি। আজ (রবিবার)জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার অভিযানে বেরিয়ে আসে এসব ভয়াবহ চিত্র।

এ সময় শহরের এসএসকে রোডের শফি ইলেকট্রনিক্স এর শফিকুর রহমানকে ৩০হাজার টাকা, ইউরো ইলেকট্রনিক্স এর আব্দুর রাজ্জাককে ১৫,হাজার টাকা, সানজিদা ইলেকট্রনিক্স এর আব্দুল সেলিমকে ২০ হাজার টাকা, ক্যালিস্টো ইলেকট্রনিক্স এর ৩০হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদালত।

এ সময় ত্রিশটি ভোল্টেজ স্টাবিলাইজার ও ১ টি টেলিভিশন সেট জব্দ করে আদালত।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, পুরো বাজার সয়লাব নকল পণ্যে। এগুলোর গায়ে ভুয়া ওয়ারেন্টি। প্রতিদিন হাজার হাজার মানুষকে স্যামসাং ওয়ালটনের নামে এসব ভুয়া পণ্য দিয়ে প্রতারিত করা হচ্ছে। জেলা প্রশাসন ভোক্তা অধিকার সংরক্ষণে সর্বদা সোচ্চার।

এ অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল করিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক ইকবালুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *