রিয়াদে অভিনেতা কামাল হোসেন বাবরকে সংবর্ধনা দিয়েছে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম

বুলবুল আহমদ; সৌদি আরবের রিয়াদে সৌদি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের একটি কমিনিউটি সেন্টারে এ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।ফোরামের সভাপতি নজরুল ইসলাম রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হালিম নিহনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদে বাংলাদেশি পণ্য আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মো. কাপ্তান হোসেন।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাট্য পরিচালক এবং অভিনেতা কামাল হোসেন বাবর।

বিশেষ অতিথি ছিলেন, মুসা বাবু, বিপ্লব দেওয়ান, মসি সিরাজ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আশরাফ, সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশীর, ফোরামের সাবেক সভাপতি মোহাম্মদ আল আমিন।অনুষ্ঠানে আন্তর্জাতিক মে দিবস নিয়ে আলোচনা করেন আগত অতিথি ও ফোরামের সদস্যরা।

পরে অভিনেতা কামাল হোসেন বাবরকে সংবর্ধনা দেয়া হয়।

আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠন রংধনু, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম ও  রিয়াদের প্রবাসী বাংলাদেশিরা।পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতায় ছিলো সাংস্কৃতিক সংগঠন শ্যাডো ও ঢাকা মেডিকেল সেন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *