ওমানে নোয়াখালীর সুবর্ণচরের ৩ রেমিটেন্স যোদ্ধার মৃত্যু | বাংলারদর্পন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দুই সহোদর ভাই সহ তিন রেমিটেন্স যোদ্ধার কর্মরত অবস্থায় ওমানে মৃত্যুবরণ করেন।

সুবর্ণচর উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের, সাতাইশ দ্রোন গ্রামের দরবেশের বাজারের পশ্চিম পাশে জরুর বাপের বাড়ির মোস্তফা ও নাসির ( আপন দুইভাই) এবং ৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন আনছার মিয়ার হাটের পূর্বপাশে আলমগীর সহ ৩ জন।

পহেলা ডিসেম্বর ২০২০ মঙ্গলবার সকাল ৭ টার সময় ওমানের আলওয়াফি নামক যায়গায় কুপের কাজ করা অবস্থায় কুপের ভিতরে পড়ে মারা গেছেন।

ওমান প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাদের আর্তত্যাগের বিনিময়ে পরিবার দেশ ও দশের কল্যাণে নিবেদিত এই রেমিট্যান্স যোদ্ধা ভাইদের মৃত্যুতে সুবর্ণচরের সাতাশদ্রোন ও পূর্ববাটা গ্রামের বাড়ীতে চলছে শোকের মাতম।

তিন রেমিটেন্স যোদ্ধার মৃত্যুতে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গবীর শোক ও তাদের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

মোঃ ইমাম উদ্দিন সুমন, বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *