ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে মিজানুর রহমান নামে এ ভূয়া ডাক্তারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারিক হাকিম মোহাম্মদ মিনহাজুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ওই দিন বিকালে পৌর শহরের খুরশিদ বিল্ডিংস্থ মিজান ডেন্টাল ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় প্রয়োজনীয় তথ্য ও সার্টিফিকেট দেখাতে না পারায় প্রতারণার অভিযোগে তাকে ১ লাখ টাকা জরিমানা করেন আদালত। ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ড না করার জন্য সতর্ক করে দেন।
একই দিন সোনাগাজী পশ্চিম বাজারে অবস্থিত গ্রীণ ল্যাবকে ৫ হাজার, তাকিয়া রোডস্থ রতন স্টোরকে চটের বস্তা ব্যবহার না করায় ৫ হাজার, ইরানী হোটেলে খাবার পরিবেশনে নোংরা পরিবেশের কারনে ৩ হাজার, তাকিয়া রোড়স্থ আল মক্কা হোটেলকে ২ হাজার, কাঁচা বাজারের কাসেম স্টোরকে চটের বস্তা ব্যবহার না করায় ২ হাজার, সাত্তার স্টোরকে ২ হাজার টাকা ও কিং ফয়সল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সালাউদ্দিন শিবলু, ৭নং পৌর কাউন্সিলর শেখ আব্দুল হালিম মামুন প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, ভূয়া ডাক্তারকে ১ লাখ টাকাসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ২৪ হাজার ৯শত টাকা জরিমানা জরিমানা করা হয়েছে।