উত্তর কোরিয়ার পরমাণু কেন্দ্রে কর্মতৎপরতা শুরুর আভাস!

 

বাংলার দর্পন ডেস্কঃ  : উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রে কর্মতৎপরতা পুনরায় শুরু হয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে মার্কিন বিশ্লেষকগণ গতকাল মঙ্গলবার মিডিয়াকে এ তথ্য জানিয়েছেন। উত্তর কোরিয়ার ৬ষ্ঠ পারমানবিক পরীক্ষাকে কেন্দ্র করে বর্তমানে কোরীয় উপদ্বীপে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

মনিটরিং গ্রুপ ৩৮ নর্থ জানায়, পর্যবেক্ষকরা গত ২৫ এপ্রিল উত্তর কোরিয়ার পুনগি-রি পরমাণু পরীক্ষা কেন্দ্রের ছবি বিশ্লেষণ করে দেখতে পান কর্মীরা একটি টানেল থেকে পানি বের করে দিচ্ছে। এতে ধারণা করা হচ্ছে দেশটি আবারো পারমানবিক বোমা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।

স্যাটেলাইট ছবিতে আরো দেখা গেছে কেন্দ্রে বেশিরভাগ কর্মীরা কর্মরত। অপরদিকে কয়েকজনকে ভলিবল খেলায় ব্যস্ত দেখা যায়। এতে ধারনা করা হচ্ছে প্রচার-প্রচারনার জন্য এই ছবি ওয়েব-সাইটে প্রকাশ করা হয়েছে।

উত্তর কোরিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন পারমানবিক বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাথে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি বলেছেন, এটি হতে হবে শর্তসাপেক্ষে ও হুমকিমুক্ত অবস্থায়। এছাড়া ওয়াশিংটন বর্তমানে উত্তর কোরিয়াকে চাপে ফেলতে জাতিসংঘের স্থায়ী পরিষদে আলোচনার উদ্যোগ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *