রংপুরে দৈনিক অন্যদিগন্ত’র ব্যুরো প্রধানকে হত্যার চেষ্টা

 

 

রংপুর প্রতিনিধি : রংপুরের হরিদেবপুর কামারপাড়াতে বৈশাখী ঝড়ে পড়ে যাওয়া গাছ কাটতে গিয়ে গাছের মালিক খালেক(৬০) ও তার বড় ছেলে দৈনিক অন্যদিগন্ত’র ব্যুরো প্রধান আলাউদ্দিন(২৮) ও মেজো ছেলে নাজমুল হোসেন (২৫) কে পিটিয়ে ও কুড়াল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে প্রতিবেশী হরিদেবপুর ফকিরপাড়ার,হালিম, আ:আলিম ও তার স্ত্রী মোছা হালিমা বেগম তার সহযোগী ৫/৬ জন।

অভিযোগকারী আবদুল খালেক জানান, গত সোমবার সকালে বৈশাখী ঝড়ে আমার জমিতে লাগানো একটি জিহনী গাছ পড়ে থাকলে সেই গাছটি আমার অনুমতিছাড়া আমার জমিতে প্রবেশ করে পড়ে যাওয়া গাছটি কেটে নিয়ে যেতে আসে প্রতিবেশী হালিম।এই দৃশ্য দেখে আমার স্ত্রী লাভলী বেগম ও ছেলে আলাউদ্দীন ও নাজমুল হোসেন হালিম কে গাছকাটতে নিষেধ করলে প্রথমে কথাকাটাকাটি শুরু হয় পরবর্তীতে হালিম ও আ:আলিম ও তার স্ত্রী মোছা:লাভলী সহ অজ্ঞাত ৫/৬জন আমাদের উপর এ হামলা চায়।বর্তমানে নাজমুল ও দৈনিক অন্যদিগন্ত’র ব্যুরো প্রধান আলাউদ্দিন রংপুর মেডিকেলে আছে।এ ব্যপারে রংপুর কোতয়ালী থানায় মামলা করেছেন খালেক। পুলিশের পক্ষ থেকে আসামী ধড়ার চেস্টা করা হচ্ছে বলে জানা গেছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মেট্টোপলিটন ক্রাইম রিপোর্টাস সোসাইটির মহাসচিব মোহাম্মদ মাসুদ তিনি পুলিশ প্রশাসনের দৃষ্টি আর্কশন করে বলেন দেশে হাজার হাজার অপরাধীকে ধরে আইনের আওতায় আনতে পেরেছেন কিš ‘দৈনিক অন্যদিগন্ত’র ব্যুরো প্রধান মোঃ আলাউদ্দিনকে হত্যার চেষ্টাকারীদের ধরে এখনো আইনের আওতায় আনতে পারলেন না তা অত্যান্ত দুঃখ জনক আমরা আশা করি দ্রুত আসামিদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *