প্রশান্ত সুভাষ চন্দ :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৬ বোতল ভারতীয় মদ ও ৩ কেজি গাঁজা মাদক বিক্রেতা করিমকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে জনতার সহযোগীতায় পুলিশে এ মাদক দ্রব্য আটক করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের মাদক ব্যবসায়ী মো: করিম বিক্রির উদ্দেশ্যে ৩৬ বোতল ভারতীয় মদ ও ৩ কেজি গাঁজা নিয়ে চরকাঁকড়া ইউনিয়নের রাস্তার মাথা সংলগ্ন স্থানে গাড়ির জন্য অপেক্ষা করছে ।
এমন সংবাদ পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো: সোহরাব হোসেন স্থানীয় জনতার সহায়তায় তাকে ধাওয়া করলে সে মদ ও গাঁজা ফেলে পালিয়ে যায়।
এ সময় সোহরাব মেম্বার একটি কার্টুনে মোড়ানো মদ ও গাঁজা গুলো জব্দ করে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মো: ইউছুপের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে কার্টুন খুলে ৩৬ বোতল ভারতীয় মদ ও ৩ কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় এসআই মো: ইউছুপ বাদী হয়ে মো: করিমকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে।