নাঙ্গলকোটে সড়কের বেহাল দশা: এলাকাবাসীর দুর্ভােগ

 

মো:আব্দুর রহিম বাবলু,নাঙ্গলকােট(কুমিল্লা):

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা তুলাতুলি বাজার রাস্তার বেহাল দশা দেখার কেউ নেই!

তুলাতুলি মধ্যম বাজার রাস্তায় এখন পানির ঢেউ, কুমিল্লা নাঙ্গলকোটের বাঙ্গড্ডা-হাসানপুর  রোডের মধ্যবর্তি এই বাজার।এই বাজারের মধ্যে অবস্থিত তুুলাতুলি উচ্চ বিদ্যালয়,তুলাতুলি সরকারি প্রাথমিক  বিদ্যালয় ও তুলাতুলি মডেল একাডেমি।এ বিদ্যালয় গুলোতে পড়া-লেখা করেন  বেতগাঁও, তিলপ, কালম, মহেশ্বর, চারিতুপা, মদনপুর, চানদুর ও নগরিপাড়া সহ পাশবর্তী এলাকার ছাত্র-ছাত্রীরা। কিন্তু এ গ্রাম গুলো থেকে বিদ্যালয়ে আসার জন্য নেই কোন ভালো যাতায়াত ব্যাবস্থা।যা আছে তাতে সামান্য বৃষ্টি হলেই যাতায়াত অসম্বভ হয়ে পড়ে।রাস্তাগুলি সংস্কার ও বৃষ্টির পানি নিস্কাসনের ব্যবস্থা না হওয়ায় রাস্তাগুলির বেহাল দশা।এতে ছাত্র/ছাত্রীদর অনেক অসুবিধা হয়।আর জনগনের দুর্ভোগ তা দেখার কেউ নেই।

এ ব্যপারে তুুলাতুলি বাজারের কয়েকজন ব্যাবসায়ী জানান-সামান্য বৃষ্টি হলে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়। এতে যাতায়াত সমস্যার কারনে আমাদের অনেক ক্ষতি হয়।স্থানীয় ব্যাবসায়ী,এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীরা দ্রুত রাস্তাগুলি সংস্কার ও যাতায়াতের উপযোগি করার  পরিকল্পনামন্ত্রী ও প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছেন।

 

সম্পাদনা/ এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *