মাে:আব্দুর রহিম(বাবলু) , নাঙ্গলকােট(কুমিল্লা):-
চলতি বছর চৈত্রমাস থেকে বৃষ্টিপাত শুরু হয়। তবে বৈশাখ মাস থেকে ধারাবাহিকভাবে ভারী বর্ষণ শুরু হয় দেশ জুড়ে।এ বছর চৈত্রমাসের মাঝামাঝি বৈশাখী ঝড়-বৃষ্টি আর দমকা বাতাস পরিপক্ব হতে থাকা জমির বােরাে ধান হুমকির মুখে পড়েছে। এতে করে কৃষকদের কপালে চির ভাঁজ প্রসারিত হচ্ছে। গত পনেরাে দিন দু’একদিন পর মাঝারি বৃষ্টি আর দমকা বাতাস প্রবাহিত হয়। গত কয়েকদিন ধরে দুপুরের পর থেকে শুরু হওয়া দমকা বাতাস আর মাঝারি বৃষ্টি। দমকা বাতাসে মাঠে নুয়ে পড়ছে ধান। তলিয়ে যাচ্ছে ক্ষেতে জমে থাকা পানিতে। এভাবে আরাে কিছু দিন বৃষ্টি অব্যাহত থাকলে উপজেলা লক্ষাধিক হেক্টর জমির বােরাে ধানের মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন জেলার ৬০ হাজার কৃষক।
স্থাানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিনের বৃষ্টি আর দমকা বাতাসে ধানের শীষগুলাে নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে জমির সব ধান পরিপক্ব নাও হতে পারে। এছাড়াও যেগুলাে কিছুটা পরিপক্ব হয়েছে সেগুলাও বাতাসে নুয়ে পানির সাথে মিশে যাচ্ছে। মিশে যাওয়া ধানগুলা অপরিপক্বতার কারণ নষ্ট হয়ে যাবে দ্রুত। যার কারণে কৃষকরা তাদের কাক্ষিত ফসল ঘরে তুলতে পারবেন না।
এদিকে জমিতে ভাঙ্গি ও মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ঢেড়স, চাল কুমড়া, বেগুন, মিষ্টি আলুসহ অন্যান্য সবজিগুলা ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে নাঙ্গলকােট কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বােরাে ধানের মাঠে ক্ষয়ক্ষতির খবর শুনেছি। তবে ঝড়-বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।