সোনাগাজীতে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

ফেনী :
ফেনীর সোনাগাজীতে অপহৃত অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে চারদিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে চরসাহাভিকারি গ্রামের মিজানুর রহমান নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

 

এসময় বাসার মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম।

 

জানাগেছে, গত ২১ সেপ্টেম্বর সোনাগাজীর একটি মাদরাসার অষ্টম শ্রেণীর এক ছাত্রী(১৩)কে অপহরণের অভিযোগ উঠে একই মাদরাসার দশম শ্রেণির ছাত্র এরশাদ উল্লাহর (১৭) বিরুদ্ধে। অপহরণের চারদিন পর উপজেলার চরসাহাভিকারি থেকে ভিকটিমকে উদ্ধার করে সোনাগাজী থানার এসআই আজগর হোসেন।

 

এসময় অপহরণকারী এরশাদ উল্লাহ, তাকে আশ্রয়দাতা মিজানুর রহমান ও ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। ধৃত তিনজনই সোনাগাজীর বাসিন্দা।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে এরশাদ উল্লাহ, তার মা ফুলরা বেগম, বাবা সুজা উদ্দিন এবং সহযোগী মিজানুর রহমান ও ইসমাইল হোসেনের নামে সোনাগাজী মডেল থানায় ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন।

 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগীর শারিরিক পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিক্ষা শেষে জবানবন্দী রেকর্ডের জন্য আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *