ফেনী প্রতিনিধি :
জাতীয়তাবাদি দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের ভেতরে কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টি করছে, নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়ন করবে। এই ৩১ দফা বাস্তবায়ন হলে কৃষক ন্যায্যমুল্য পাবেন, আইনশৃঙ্খলার উন্নয়ন হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার নিশ্চিত হবে।
সংস্কার- সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্রের মাধ্যমে সংস্কার দীর্ঘায়িত করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে। দ্রুব্যমুল্যের উর্ধ্বমুখি, আইনশৃঙ্খলা অবনতি ও পড়ালেখার পরিবেশ ঠিক হবেনা। এসব ঠিক করতে হলে অবশ্যই জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অন্তবর্তি সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে জনগনের সরকার প্রতিষ্ঠার কাজ করা। আর জনগনের সরকার প্রতিষ্ঠা হলে জুলাই -আগস্টসহ ১৬ বছরে গণতন্ত্রমুক্তির আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষা পুরণ হবে।

৫ ফেব্রুয়ারি, বুধবার বিকালে সোনাগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে চরছান্দিয়া ইউনিয়ন যুবদল নেতা মাসুদকে ঘর উপহার ও বৃহত্তর নোয়াখালীর শহীদ পরিবারগুলোকে সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও ১৭ বছরে তার সহযোগীদের দ্বারা গুম, খুন ও পঙ্গুত্বের শিকার সকল ঘটনার বিচার নিশ্চিত করতে চায় বিএনপি।
এর আগে, র্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর উপহার এবং ছাত্র আন্দোলনে নিহতদের মাঝে চেক বিতরন করা হয়।
আমরা বিএনপি পরিবার’ এর আহবায়ক আতিকুর রহমান’র সভাপতিত্বে ও ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. মেজবাহ উদ্দিন ভুঞার সঞ্চলনায় বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্যাহ ভুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন ভিপি, সাবেক বিরোধীদলীয় চীফ হুইফ জয়নাল আবদীন , প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী সদস্য আবদুল লতিফ জনি, বেলাল আহমেদ, রেহানা আক্তার রানু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, সদস্য সচিব মোকছেদুল মোমিন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন প্রমূখ।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ জুন উপজেলার চরছান্দিয়া ইউনিয়ন পরিষদের সামনে র্যাবের গুলিতে নিহত হন ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মাসুদ।