সাংবাদিকতা পেশা ঝুঁকিপূর্ণ তাই ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই

সোনাগাজী প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রহিম।

সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই ) বিকেলে পৌর শহরের হার্বি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি একেএম আবদুর রহিম। তিনি বলেন উপকুলে সাংবাদিকতা খুবই ঝুঁকিপূর্ণ তাই মতের অমিল থাকলেও পেশাগত কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোরশেদ আলম প্রিন্স ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত শাখার সভাপতি নাছির উদ্দিন খোকন।

প্রধান বক্তা ছিলেন – প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ফেনী সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহমেদ।

প্রেসক্লাবের বিদায়ী সভাপতি আফতাব মমিন সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- নব নির্বাচিত সভাপতি মেহরাব হোসেন মেহেদী, সাবেক সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, জহিরুল হক খাঁন সজীব, সাধারণ সম্পাদক ইলিয়াস সুমন।

আরও বক্তব্য দেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাহ শহীদ, ওমর ফারুক সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন রিপন, হাবিবুল ইসলাম রিয়াদ, দৈনিক কালবেলার প্রতিনিধি মোতাহার হোসেন ইমরান, দৈনিক স্টার লাইনের প্রতিনিধি এস এন আবছার, ক্লাবের সহ সভাপতি বাহার উল্লাহ বাহার, নুরুল আলম মহব্বত, যুগ্ন সম্পাদক আবদুর রহিম, কোষাধ্যক্ষ মোল্লা ইলিয়াছ, দপ্তর সম্পাদক আবদুর রহিম রুবেল, সদস্য ডাঃ শুকলাল দেবনাথ সারোয়ার হোসেন প্রমূখ।

অভিষেক অনুষ্ঠানে বিদায়ী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দেন ও নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়। সমাপনি বক্তব্যে নতুন কমিটির সভাপতি মেহরাব হোসেন মেহেদী দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *