ফেনী:
ফেনী শহরের শাহীন একাডেমী সড়কের মেসার্স তাওহীদ স্টোর অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়েছে।
এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মালিক।
শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী ব্যবসায়ী সূত্রে জানাগেছে, মেসার্স তাওহীদ ষ্টোর গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দোকানের মালামাল পুড়ে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক আবু সায়েদ জানান, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে যান শেষরাতে দোকানে আগুন লাগার খবর পান। এসে দেখেন আগুনে ঘর ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মিজানুর রহমান জানান, শাহীন একাডেমি রোডে একটি দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে।