কায়সার হামিদ পাপ্পু : নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অব্যাহত মাদক বিরোধী অভিযানে মঙ্গলবার সকালে মাদক ব্যবসায়ী আবদুল জলিল(৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশ তার সাথে থাকা ১০পিস ইয়াবা উদ্ধার করে। কোম্পানীগঞ্জ থানার এস.আই সাইফুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক ব্যবসায়ী আবদুল জলিলকে পৌরসভার ৫নং ওয়ার্ডের মালেক বিএসসির বাড়ীর সামনে থেকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ১০পিস ইয়াবা পাওয়া যায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলে রাব্বী জানান, কোম্পানীগঞ্জকে মাদকমুক্ত রাখতে প্রশাসন মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।