বরিশালের” পিকনিক ফুডস্” এর অস্বাস্থ্যকর গুদাম ও ফ্যাক্টরির সন্ধান

 

নিয়াজ মোহাম্মদ: বরিশালের বিসিক শিল্পনগরীতে জীর্ণশীর্ণ অবস্থায় পরিত্যাক্ত “খাজা” ফ্যাক্টরির ভিতরেই চলছে পিকনিক ফুডস্ নামে এক ফ্যাক্টরি। অভিযোগ রয়েছে পিকনিক ফুডস্ এর সস্ তৈরিতে কাপড়ের রং, কুমার,  ক্ষতিকর কেমিক্যাল দেয়া হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, ফ্যাক্টরির ল্যাবে কোন লোক নিয়োগ ছাড়াই মনমত পরিমানে তৈরি করছেন বাজারজাত পন্য। সস্, সুজি, আচার তৈরি করে প্রকাশ্যে। সম্পূর্ণ ময়লা ভর্তি এ গুদামেই রয়েছে ফ্যাক্টরির কর্মিদেরও আসবাবপত্র। চারিদিকে ইদুর ও তেলাপোকা। ফ্যাক্টরির পরিচারক সাব্বির বলেন,  কেমিষ্ট এখনও নিয়োগ হয়নি, আমাদের বি.এস.টি.আই অনুমোদন রয়েছে।

এ জাতীয় পন্য তৈরির কোন নিয়ম মানছেননা কেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কয়েকদিন পরেই এ অবস্থার পরিবর্তন করব। আমি আসলেই আইন ভঙ্গ করেছি” । এ বিষয়ে সাধারন মানুষদের পক্ষ থেকে ফ্যাক্টরিটি বন্ধের দাবী ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *