আমার পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে চায়- এমপি রাসেল

 

জাহিদ হাসান জিহাদঃ গাজীপুর-২ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন আমার পিতা ছিলো একজন দেশ দরদী শ্রমিক নেতা। আমি তারি সন্তান তিনি সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন  তিনি সব সময় মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। আমিও সব সময় মানুষের পাশে থেকে আমার পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো করে যেতে চায়। তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের উত্তর খাইলকুর ছয়দানা এলাকায় দিগন্ত যুব ও সমাজকল্যাণ সংসদ এর উদ্যোগে সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গঠনে শীর্ষক আলোচনা সভা ও সি.সি ক্যামেরা কার্যক্রম শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন।

দিগন্ত যুব ও সমাজকল্যাণ সংসদ এর সভাপতি নূর মুহাম্মদ শরীফ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোরশেদ আলী সরকার নয়নের পরিচালনায় উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ এ্যাডঃ মহিউদ্দিন আহেম্মদ, আওয়ামীলীগ নেতা হাজী এম এ কাদির, হাজী আদম আলী, মোঃ মশিউর রহমান মুকুল, আব্দুল মজিদ সরকার, মোঃ আফজাল হোসেন খাঁন ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ রকিব সরকার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মশিউর রহমান মশি প্রমূখ। আলোচনা সভা শেষ সি.সি ক্যামেরা নিয়ন্ত্রণ কার্যক্রম উদ্ধোধন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *