টঙ্গীতে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

জাহিদ হোসেন জিহাদ:

টঙ্গীতে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে টঙ্গীর বাতান খাঁ পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম ফেরদৌস আহমেদ । তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল থানার ওলহরি গ্রামে। টঙ্গীর সাতাশ এলাকার সিরাজদৌলা পাঠান সাহেবের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতো। ফেরদৌসে টঙ্গীর সাতাইশ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র বলে জানা যায় ফেরদৌসের বাবা আসরাফুল আলম জানিয়েছেন, বৃহস্পতিবার টঙ্গীর বাতান খাঁ পাড়া সড়কে আয়োজিত এক বৈশাখী অনুষ্ঠানে গিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে এলাকার ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি হয় ফেরদৌসের। রাতে সে বাসায় ফেরার সময়ে এলাকার ছেলেরা তার পথ আটকে তাকে ছুরিকাহত করে। গুরুতর আহতাবস্থায় ফেরদৌসকে প্রথমে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। তবে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক রাত ৪টায় তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের মধ্যে সে বড় ছিল বলেও জানান তার বাবা আসরাফুল আলম। ফেরদৌসের কয়েকজন স্বজনের দাবি, ইমরান ও ইমদাদুলসহ চার থেকে পাঁচজন যুবক ফেরদৌসকে ছুরিকাঘাতে করে। কিন্তু কী কারণে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে, তা তাঁরা জানাতে পারেননি।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *