সোনাগাজীতে স্বামীর অধিকার পেতে ২য় স্ত্রীর অভিযোগ

 

ফেনী প্রতিনিধিঃ

ফেনীর সোনাগাজী পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের আফসার উদ্দিন পাটোয়ারী বাড়ীর   আজিজুল হকের ছেলে মাছুম উর রশিদ সাভারস্থ মো: সাইদ উদ্দিনের কন্যা সায়লার সাথে ২০০৪ সালের ২৪ ফেব্রুয়ারী ৫০,০০১ টাকা দেন মোহর ধার্য্য করিয়া বিবাহ নিবন্ধন হয়।

জানা যায়, শুক্রবার সকালে সায়লা তার কন্যা সন্তানকে নিয়ে মাসুমের বাড়িতে আসলে মাসুম তাদেরকে দেখে পালিয়ে যায়। এক পর্যায়ে সায়লা তাদের কন্যা সন্তানকে নিয়ে থানায় হাজির হয়।

সায়লা জানায়, মাসুম ২বছর ধরে আমাকে এড়িয়ে যাচ্ছে এবং আমার সন্তানকে অস্বীকার করছে। আমি বারবার যোগাযোগের চেষ্টা করলে সে আমাকে অব্যাহত ভাবে হত্যার হুমকি দিয়ে আসছে। নিরুপায় হয়ে আমি ও আমার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে আইনের আশ্রয় নিয়েছি।

সোনাগাজী মডেল থানার এসআই মোঃ হারুন জানান,   মাসুম বিভিন্ন জায়গায় যৌতুক নিয়ে একাধিক বিয়ে করে। ২০০৪সালে ঢাকার সাভারস্থ সায়লাকে বিয়ে করে তাদের ঘরে ২বছরের কন্যা সন্তান রয়েছে। ভালোভাবেই তাদের সংসার চলছিলো কিন্তু গত দুই বছর আগে বাড়ী ফেরার পর সায়লার সাথে আর যোগাযোগ রক্ষা করে নাই। শুক্রবার বিকালে সায়লা, মাসুমের বাড়ীতে আসলে মাসুম পালিয়ে যায়। সন্ধ্যায় সায়লা থানায় মৌখিক অভিযোগ করে। মাসুমের পক্ষে স্থানীয় কাউন্সিলর ইমাম উদ্দিন ভূঞা বিষয়টি মিমাংসার জন্য এক সপ্তাহ সময় নেয়।

মাসুম জানায়, আমার স্ত্রীর সাথে কিছু ভূল বোঝাবুঝি হয়েছে। আশাকরি সামাজিক ভাবে মিমাংসা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *