ফেনী :
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক (সাবেক) সৈয়দ দীন মোহাম্মদ ও সোনাগাজী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু নাছেরকে সংবর্ধনা দিয়েছে কাতার আওয়ামী লীগ ।
বুধবার রাত ৮টায় দোহার একটি অভিজাত কনভেনশন হলে কাতার আওয়ামীলীগ
আয়োজিত প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম ।তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙালি জাতি যে স্বপ্ন দেখেছিল তা বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আ.লীগ নেতা বোরহান উদ্দিন শরীফের সভাপতিত্বে বক্তব্য দেন কাতার আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান, শফিকুল কাদের, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, সংবর্ধিত অতিথি সৈয়দ দীন মোহাম্মদ , মোঃ আবু নাছের প্রমূখ ।
এসময় কাতার আ.লীগ ও সহযোগি সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।