ফেনী জেলা পরিষদ নির্বাচনে ত্যাগীদের মুল্যায়ন চায় আ.লীগ

ফেনী :
আগামী ১৭অক্টোবর ফেনী জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান প্রশাসকসহ তিন আ.লীগ নেতা ।
তারা হলেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক খায়রুল বশর তপন, জেলা আ.লীগের সদস্য ও ফেনী পৌরসভার সাবেক মেয়র হাজী আলাউদ্দিন এবং জেলা আ.লীগ সদস্য জালাল উদ্দিন আহমেদ।
খায়রুল বশর তপন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক। এর আগে তিনি চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন ।
হাজী আলা উদ্দিন জেলা আ.লীগের সদস্য ও ফেনী পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র। তিনি ২০১৪সালে পৌর নির্বাচনের আগ মুহুর্তে জাতীয় পার্টি ছেড়ে আ.লীগে যোগদান করেন ।
সাবেক ছাত্র নেতা জালাল উদ্দিন আহমেদ জেলা আ.লীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন ও বর্তমানে সদস্য পদে আছেন ।
জেলা পরিষদের চেয়ারম্যানসহ সকল পদে যোগ্য, শিক্ষিত ও ত্যাগীদের মুল্যায়ন চান আ.লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।
অনেকে পছন্দের প্রার্থীদের পক্ষে ফেসবুকে প্রচার প্রচারনা চালাচ্ছেন ।
জেলা আ.লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার বলেন, জেলা আ.লীগের তিন নেতা দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ।
আজ সন্ধ্যায় জেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে । সে সভায় সকলের মতামতের ভিত্তিতে চেয়ারম্যন পদে একজন প্রার্থীর জন্য কেন্দ্রে সুপারিশ করা হবে । সদস্য পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করা হবে ।
তিনি আরো বলেন, অবশ্যই অতীতের ন্যায় ত্যাগী ও যোগ্যদের মনোনয়ন দিবে আ.লীগ।
Related News

ফেনী পৌরসভার হঠাৎ পদক্ষেপে দিশেহারা গ্যারেজ মালিক ও কর্মচারি
ফেনী: যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে ফেনী পৌরসভার গৃহিত হঠাৎ পদক্ষেপে দিশেহারা হাসপাতাল রোডেরRead More

সোনাগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি শুরু
ফেনী: সমুদ্রস্নাত সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহি ও একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় ‘সোনাগাজী মোঃ ছাবের সরকারি পাইলটRead More