ফেনীতে সেফটিক ট্যাংক বিষ্ফোরণে তিন ভাইয়ের মৃত্যু

ফেনী প্রতিনিধি :
শহরের নাজির রোডে সেফটিক ট্যাংকে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে ।
আজ (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , নাজির রোডের রুহুল আমিন মিয়ার ৩য় তলা ভবনের শৌচাগারের সেপটিক ট্যাংক নির্মাণ করেন ।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে তিনজন শ্রমিক সেপটিক ট্যাংকের ছাদ খোলামাত্রই বিষ্ফোরণ হয় ।
আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন ।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায় ।
স্থানীয়রা জানান , নিহতরা বাগেরহাট জেলার পঞ্চকরণ এলাকার সৈয়দ আলীর ছেলে নুর ইসলাম , আবদুর রহমান ও মনিরুজ্জামান । তারা দীর্ঘদিন শহরের নাজির রোড এলাকায় থাকতেন ।
ফায়ার সার্ভিসের উপ- পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান , ঢাকনা বন্ধ থাকায় সেপটিক ট্যাংক আর দীর্ঘসময় সেটা বন্ধ থাকায় সেখানে একধরনের বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয় ।
ধারণা করা হচ্ছে , বিষাক্ত গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তিনজনের মৃত্যু হয়েছে ।
Related News

ফেনী পৌরসভার হঠাৎ পদক্ষেপে দিশেহারা গ্যারেজ মালিক ও কর্মচারি
ফেনী: যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে ফেনী পৌরসভার গৃহিত হঠাৎ পদক্ষেপে দিশেহারা হাসপাতাল রোডেরRead More

সোনাগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি শুরু
ফেনী: সমুদ্রস্নাত সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহি ও একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় ‘সোনাগাজী মোঃ ছাবের সরকারি পাইলটRead More