সাইফুল আমিন:
স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়ন এবং শুভ উদ্বোধন বাঙালি জাতির জন্য আরেকটি বিজয়ের মাহেন্দ্রক্ষণ, বিজয়ের আনন্দে উল্লসিত গোটা জাতি,যার ঢেউ লেগেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও।
পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। দূতাবাসের প্রথম সচিব লেবার উইং মুতাসিমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ এনডিসি’।
অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের মিনিস্টার এন্ড হেড অব চেনচারী এটিএম আব্দুর রউফ মন্ডল ও কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ।
পদ্মা সেতু নির্মাণে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী পদক্ষেপের কথা তুলে ধরা এবং বাঙালির আশা আকাঙ্খা এবং স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে দেশি-বিদেশি চক্রান্তের চিত্র তুলে ধরে গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে স্পেন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এস আর আই এস রবিন, রিজভী আলম, বদরুল কামালি,কামরুল ইসলাম, আপন মন্ডল, এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের সভাপতি একেএম জহিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানিম চৌধুরী,মনির উদ্দিন, মোহাম্মদ নিজাম, তোতাকাজীসহ আরও অনেকে।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন, জাতির জনকের সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অনেক দূর এগিয়ে নিয়ে গেছে,এবং পদ্মা সেতু নির্মাণে তার অদম্য সাহস,দৃঢ় মনোবল ও দূরদর্শিতা স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে রূপ পেয়েছে।
দেশের অর্থনৈতিক উন্নয়নে পদ্মা বহুমুখী সেতুর অবদানের চিত্র তুলে ধরে এর সুফল বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষ পাবেন বলে উল্লেখ করেন। প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখার আহবান জানান তিনি।
এসময় পদ্মা সেতর ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।