অচেনা আবহাওয়ায় অস্বস্তিতে মাদ্রিদের বাসিন্দা আর পর্যটকরা

সাইফুল আমিন, মাদ্রিদ, স্পেন :
শীতপ্রধান দেশটিতে হঠাৎ করেই গত কয়েকদিন ধরে চলছে তীব্র দাবদাহ। যদিও ইউরোপীয়ান ছুটির মৌসুম শুরু হওয়ায় পর্যটকের কমতি নেই মাদ্রিদে। তবে করোনা পরবর্তী ব্যবসা বাণিজ্য এখনো জমে ওঠেনি বলেই মনে করছেন ব্যবসায়ীরা।
ইতিহাস ঐতিহ্যের সঙ্গে উত্তরাধুনিকতার মিশেলে গড়া শহর, মাদ্রিদ। ইউরোপীয়ানদের কাছে তো বটেই, সারা বিশ্বের পর্যটকদের কাছেও তাই এ শহরের আবেদন চিরন্তন। ফলে শীত শেষে গ্রীষ্ম এলেই প্রতিবছর পর্যটকের ঢল নামে মাদ্রিদে।
ব্যতিক্রম হয়নি এবছরও। পার্শ্ববর্তী ইতালি পর্তুগাল কিংবা ফ্রান্স ছাড়াও বিশ্বের বহু দেশের পর্যটকরা ভীড় করেছেন মাদ্রিদে। তেমনই একজন পর্তুগালের ক্লারা, যার সঙ্গে কথা হলো প্লাজা ডি মেয়রে। জানালেন, প্রতিবছরই ট্যুর করেন বিভিন্ন দেশে, তীব্র গরমে এবছর স্পেন ঘুরতে কিছুটা বেগ পেতে হচ্ছে। যদিও ছুটি শুরু হওয়ায় বের না হয়েও উপায় নেই বলেও জানান তিনি।
গরমের কারণে দুপুর কিংবা বিকেল বেলায় পর্যটকের আনাগোনা অনেকটাই কম মাদ্রিদের লাভাপিয়েস, রাজবাড়ি কিংবা সিবেলেস প্লাজায়। কোন কোন এরিয়ায় ভাল ব্যবসা হচ্ছে আবার কোন কোন এরিয়ায় কিছুটা স্থবির, এমনটাই বলেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা,যদিও, শিগগিরই পর্যটন মৌসুমের বেচাকেনা জমে উঠবে বলেও মনে করেন কেউ কেউ।
বিশ্ববিখ্যাত বেশ কিছু রাজপ্রাসাদ ছাড়াও, মাদ্রিদ বিখ্যাত স্পোর্টস ট্যুরিজমের জন্যও। যদিও নতুন মৌসুমের খেলাধুলা শুরু হতে এখনো বাকি মাসখানেক।
Related News

বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন মিয়াকে সংবর্ধনা
সাইফুল আমিন, মাদ্রিদ – স্পেন : স্পেনে বসবাসরত নরসিংদী জেলার কৃতিসন্তান,স্পেন প্রবাসী কল্যাণ সমিতির সভাপতিRead More

সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটির বিজয় দিবস উৎযাপন
বাংলারদর্পণ ডেক্স : গত ২৫শে ডিসেম্বর সন্ধায় পূর্ব লন্ডনের একটি হলে ‘সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটিRead More