নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো.আহছান উল্যাহকে (৬৫) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আহছান উল্যাহ উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল গফুরের ছেলে।
পুলিশ জানায়, আহছান উল্যাহ উপজেলার চর হাজারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিল। গত নির্বাচনে সে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করে। বুধবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আহছান উল্যার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘর তল্লাশি করে পু