সোনাগাজী উপজেলা ছাত্রলীগ: আদর্শীক পরিবারের সদস্যরাই নতুন নেতৃত্বে

ফেনী:
দীর্ঘদিন ৭বছর পর ১লা জুন সোনাগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে জেলা ছাত্রলীগ সদস্য মাহমুুদুর রহমান রাসেল ভূঞা সভাপতি ও পৌর ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন সাইমুন ভুঞা সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন।

রাসেল আমিরাবাদ ইউনিয়ন আ’লীগের দীর্ঘদিনের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ভূঞার ছেলে এবং সাইমুন পৌরসভাস্থ ভূঞা বাড়ীর প্রবীন আ’লীগ নেতা জসিম উদ্দিন ভূঞার ছেলে। দুজনই প্রকৃত আওয়ামী পরিবার ও আদর্শীক পরিবারের সন্তান বলে জানিয়েছে তৃণমূল নেতাকর্মীরা।

কর্মীদের মতে, দীর্ঘদিন পর সোনাগাজী উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে দুটি আদর্শীক পরিবারের সন্তানরা। বিগত কমিটি গুলো মেয়াদ শেষ করলেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি। তাই নতুন নেতৃত্বের কাছে কর্মীদের প্রথম চাওয়া একটি পুর্ণাঙ্গ গ্রহণযোগ্য কমিটি।

বর্ণাঢ্য ও উৎসবমুখর এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন। তিনি বলেন, ইতিহাস ঐতিহ্য গৌরবের ধারক বাহক বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ দেশের মানুষের কল্যানে রাজনীতি করে। ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, ৭০এর নির্বাচন, মহান মুক্তিযুদ্ধ, ৯০এর স্বৈরাচার বিরোধি আন্দোলন, ৯৬এর একতরফা নির্বাচন প্রতিহত করার মাধ্যমে প্রমাণ হয়েছে ছাত্রলীগ জাতীর কল্যানে নিবেদীত। হাজার হাজার মেধাবি ছাত্রলীগ নেতা দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। শেখ হাসিনার উন্নয়ন প্রচারে অগ্রনি ভুমিকা পালন করছে ছাত্রলীগ। আগামী দিনেও সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিবে ছাত্রলীগ। তাই ছাত্রলীগের নেতা নির্বাচনে যোগ্যতা ও নীতি আদর্শকে গুরুত্ব দিতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, সোনাগাজী উপজেলা আ’লীগের সভাপতি প্রফেসর মফিজুল হক, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খোকন, জেলা আ’লীগের প্রচার সম্পাদক জহিরুল আলম।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব রবিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর এমরান’র সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মেদ তপু এবং প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ।

সম্মেলনে সাবেক সভাপতি-সম্পাদকসহ শতাধিক নেতাকে সম্মাননা জানানো হয়। প্রতিদ্বন্ধি প্রার্থীদের সমর্থক ও উপজেলার প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের মিছিল-শ্লোগানে মুখরিত ছিল সম্মেলনস্থল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *