পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

পলাশ (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশে মুরগির খাঁচাবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন।

এ সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলটির অপর কিশোর আরোহী।  শুক্রবার সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝালঘাটা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনায় নিহত ওই কিশোরের নাম আনন্দ হাসান (১৭)।

তিনি পলাশের ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। অন্যদিকে আহত কিশোরের নাম নাহিদ গাজী। তিনি শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের মোতালিব ডাক্তারের ছেলে। হতাহত দুজনই সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার  বিকেলে আনন্দ ও নাহিদ মোটরসাইকেলে করে ঘুরতে বাড়ি থেকে বের হন। তাদের মোটরসাইকেলটি শিবপুরের ইটাখোলায়  দিকে যাচ্ছিল। অপরদিক থেকে গাজীপুর গামী মুরগির খাঁচাবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুজনই গুরুতর আহত হন।

স্থানীয় ও আশপাশের লোকজন আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। হাসপাতালে নেওয়ার পথে আনন্দ নামের ওই কিশোরের মৃত্যু হয়। হাসপাতালটির চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে আহত নাহিদকে ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

পলাশ থানার ভারপ্রাপ্ত পুলিশ সূত্রে জানান যায়,

কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার পর নিহত কিশোরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মামলা হচ্ছে না। তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *