শহর প্রতিনিধি :
ফেনী শহরের বুধবার দুপুরে অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানের ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জানে আলম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট জানে আলম দুপুরে এসএসকে সড়কের দিলদার ব্রেড এ হানা দেয়। দিলদার ব্রেডে কারাখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদান এবং প্যাকেটজাতকরণ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও আমদানী নিষিদ্ধ কোল্ড ড্রিংকসহ বিভিন্ন ধরনের এনার্জি ড্রিংক বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ড্রিংকসগুলো ধ্বংস করা হয়। একইদিন শহরের সার্কিট হাউজ রোডে নিউ প্রাণ আইসক্রীম ফ্যাক্টরীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানকালে নকল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রীম প্রস্তুত, প্যাকেটজাতরণ এবং লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিভিন্ন ব্যান্ডের নকল প্রায় ১০ হাজার আইসক্রীম ধ্বংস করা হয়।
ফেনীতে দিলদার ব্রেড সহ দুই প্রতিষ্ঠানের জরিমানা
